বায়তুল্লাহর যিয়ারতকারীর মর্যাদা

মাওলানা সুলাইমান আহমদ | ইসলাম
মে ১০, ২০২৫
বায়তুল্লাহর যিয়ারতকারীর মর্যাদা

আল্লাহ তা’আলার ঘর, কাবা শরীফ বা বায়তুল্লাহর যিয়ারত—যা হজ বা উমরার মাধ্যমে সম্পন্ন হয়— এটি ইসলামে একটি অতীব গুরুত্বপূর্ণ ও পবিত্র ইবাদত। এই ইবাদত শুধুমাত্র নির্দিষ্ট জায়গা, সময় ও পদ্ধতির মাধ্যমে আদায় করা হয় এবং এর মাধ্যমে বান্দা আল্লাহর ঘরে হাজির হয়ে নিজের আত্মার পরিশুদ্ধি অর্জন করে।

পবিত্র কুরআনের বক্তব্য:
﴿وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً﴾
“মানুষের উপর আল্লাহর হক হলো—যারা পথের সামর্থ্য রাখে, তারা যেন এই ঘরের (বায়তুল্লাহর) হজ করে।”
(সূরা আলে ইমরান: ৯৭)

হাদীসে বর্ণিত মর্যাদা:
হজ ও উমরার মাধ্যমে বায়তুল্লাহর যিয়ারতকারীর জন্য রয়েছে অফুরন্ত সওয়াব ও পাপমোচনের সুসংবাদ।

১. হজ পালনকারী আল্লাহর মেহমান—
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "الْحُجَّاجُ وَالْعُمَّارُ وَفْدُ اللَّهِ، دَعَاهُمْ فَأَجَابُوهُ، وَسَأَلُوهُ فَأَعْطَاهُمْ"
“হাজী ও উমরাকারীরা আল্লাহর মেহমান। তিনি তাদের ডেকেছেন, তারা সাড়া দিয়েছে। তারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে দেন।”
(সুনান ইবনে মাজাহ: হাদীস ২৮৯২)

২. হজ মাবরূরের বিনিময় জান্নাত—
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ"
“এক উমরা থেকে আরেক উমরা—এ দু’টির মধ্যবর্তী সময়ের গুনাহর কাফফারা হয়ে যায়। আর মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়।”
(সহীহ বুখারী: ১৭৭৩, সহীহ মুসলিম: ১৩৪৯)

হানাফি ফিকহের ব্যাখ্যা:
ফিকহে হানাফি মতে, যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে, তাদের জন্য জীবনে একবার হজ ফরজ। হজ ও উমরা উভয়ই বিশেষ ফজিলতপূর্ণ ইবাদত, যার মাধ্যমে বান্দা পাপমুক্ত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে।

উপসংহার: বায়তুল্লাহর যিয়ারত শুধুই ভ্রমণ নয়, এটি এক পবিত্র সফর—আত্মার পরিশুদ্ধি ও গুনাহ থেকে মুক্তির অপূর্ব সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান ইবাদতের তাওফীক দান করুন। আমীন।

# মাওলানা সুলাইমান আহমদ: ইমাম ও খতিব, পশ্চিম মাথিয়া জুম্মাবাড়ি কেন্দ্রীয় বড় মসজিদ, কিশোরগঞ্জ সদর।