জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে নাজিম উদ্দিন (৫৫) নামের এক কৃষককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কৃষক নাজিম উদ্দিন উপজেলার গুরুই ইউনিয়নের ছেত্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
সোমবার (৫ মে) সকালে গুরুই ইউনিয়নের ছেত্রা এলাকার কুর্শা গুরুই সড়ক সংলগ্ন পূর্ব দিঘাবিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিকলী হাওরে দীর্ঘদিন যাবৎ অবাধে জমি কেটে অবকাঠামো বিকৃত করছে একটি চক্র। এতে টপসয়েলের অভাবে জমির উর্বরা শক্তি ও ভাঙ্গন ঝুঁকি বেড়েই চলেছে হাওর জনপদে। ঘটছে ভূমি আইনশৃঙ্খলার অবনতিও।
একশ্রেণির মাটি ব্যবসায়ী সাধারণ কৃষকদের নানাভাবে প্রলুব্ধ করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রভাবশালী মহল ও স্থানীয় ইটখোলা মালিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজস রয়েছে বলে অভিযোগ ভূক্তভোগীদের।
এমন ঘটনায় উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ মে) সকালে অভিযান পরিচালনা করে নিকলী উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে একটি টিম গুরুই ইউনিয়নের ছেত্রা এলাকার কুর্শা গুরুই সড়ক সংলগ্ন পূর্ব দিঘাবিল জমির মাটি কাটতে দেখেন।
ঘটনাস্থলে উপস্থিত জমির মালিক নাজিম উদ্দিনকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করেন। এক লাখ টাকা অনাদায়ে আটক করে নিয়ে যান।
নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ক্রেতাচক্র প্রভাবশালীমহল। সরেজমিনে থাকে না। জরিমানার টাকা দিয়ে বেরিয়ে যায় বারবার। মালিককে জরিমানা করলে ভয়ে আর কেউ বিক্রি করতে উৎসাহী হবে না- এমন যুক্তি থেকেই আজকের এই পদক্ষেপ।
বিকাল ৫টায় বাকি জরিমানার টাকা পরিশোধের পর নাজিম উদ্দিনকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।