কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

 আমিনুল ইসলাম বাবুল | ৬ নভেম্বর ২০২১, শনিবার, ৭:৩৮ | তাড়াইল  


‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে ৪টি সমবায় সমিতিকে ‘শ্রেষ্ঠ’ সম্মাননা ও একটি সমবায় সমিতিকে ‘সফল’ সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে।

এছাড়া এ উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) বর্ণাঢ্য সমবায় র‌্যালি শেষে তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সমবায় দিবস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বি.আর.ডি.বি’র সভাপতি মো. ছাইদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন মোহন দে ও তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান।

উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম বলেন, তাড়াইলে ২০২টি সমবায় সমিতি রয়েছে। তাদের মধ্য থেকে এ বছর উপজেলা পর্যায়ে ৪টি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সম্মাননা ও ১টি সমবায় সমিতিকে সফল হওয়ার সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর