কিশোরগঞ্জের ভৈরবে কঠোর লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনের মত জোর তৎপরতা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করে যাচ্ছে।
রোববার (২৫ জুলাই) লকডাউনের তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন বাজার, পর্যটন কেন্দ্র, কফি হাউজ ও সড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট, পর্যটন কেন্দ্র, কফি হাউজ খোলা রাখাসহ স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি ও মাস্ক পরিধান না করায় ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, সারাদেশের ন্যায় ভৈরবেও দিন দিন করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
তাই তিনি সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার জন্য অনুরোধ জানান।
এছাড়া জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।