কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন কৃষকলীগ নেতাকর্মীরা

 স্টাফ রিপোর্টার | ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ৭:০৮ | বিশেষ সংবাদ 


করোনাভাইরাস পরিস্থিতিতে কিশোরগঞ্জে শ্রমিক সংকটের কারণে বোরো ধান কাটা নিয়ে দিশেহারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। পেঁকে আসা একমাত্র কষ্টফসল কাটা নিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এ রকম পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

এর অংশ হিসেবে জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মানিকবন এলাকায় কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।

জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেয়ার এই মানবিক কাজে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

এতে জেলা কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দের সাথে করিমগঞ্জ উপজেলা ও সুতারপাড়া ইউনিয়ন কৃষক লীগের ৫০-৬০ জন নেতাকর্মী অংশ নেন।

অন্যদের মধ্যে জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সদস্য মোস্তাফিজুর রহমান কাঞ্চন, সুতারপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক তৌফিক সরকার প্রমুখ কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার কাজে অংশ নেন।

কৃষক সাফায়াত মিয়া বলেন, দুঃসময়ে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাঁকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক লীগ।

আমরা কৃষক সাফায়াত মিয়ার ৮০ শতাংশ জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর