কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১০:৪২ | তাড়াইল  


নতুন ধারার স্বাস্থ্যসেবায় গ্রামীণ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে চালু করা হয়েছে যত্নের ছোঁয়ায় রোগ নির্ণয় কেন্দ্র দি হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাড়াইল হাসপাতাল রোডে প্রতিষ্ঠিত এই ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দি হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন করেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমাছ হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ উদ্দিন আহম্মেদ, তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান, ধলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন ও তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর