কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১:০৩ | ভৈরব 


ভৈরবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ও ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার প্রমুখ।

এছাড়া ভৈরব উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জিতেন্দ্র চন্দ দাস, সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ উপজেলার ১৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।

ভৈরবে এবার ১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫টি পূজা মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে বলেও সভায় জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর