কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

 তাড়াইল সংবাদদাতা | ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৪৩ | তাড়াইল  


তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পানিতে ডুবে আলী উসমান (২০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত আলী উসমান উপজেলার সেকান্দরনগর হালুয়াপড়া গ্রামের মো. আশক আলীর ছেলে।

পারিবারিক সুত্র জানায়, আলী উসমান সোমবার (১৫ জুলাই) ভোর রাতে পার্শ্ববর্তী সুনাই বিলে ডিঙি নৌকা দিয়ে মাছ ধরতে যান। সেখানে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির পরও তার আর কোন সন্ধান পায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ওই বিলে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনেরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, ডিঙি নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে আলী উসমান নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে লাশ উদ্ধারের পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরে তার লাশ দাফন করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর