কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পঁচা-বাসি মিষ্টি, সিরায় ময়লা, ভৈরবে দুই দোকানীকে জরিমানা

 সোহেল সাশ্রু, ভৈরব | ২২ মে ২০১৯, বুধবার, ৪:২১ | ভৈরব 


মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। পাত্রে বেশ কয়েকদিন আগের পঁচা-বাসি মিষ্টি। মিষ্টির সিরায় মশা-মাছি, পোকা ও ময়লা। ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গোকুলনগর বাজারের মিষ্টি তৈরির দুই দোকানে গিয়ে এমন পরিবেশই দেখতে পেয়েছেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

তাই সচেতনভাবে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করার দায়ে দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মে) বিকালে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গোকুলনগর বাজারে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীনের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় পঁচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক দিনাজ মিয়াকে এবং মেসার্স সোহান মিষ্টান্ন ভান্ডারের মালিক মিজান মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসাইন, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর