কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে দুই রেস্টুরেন্টসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ১১:৫৮ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি রেস্টুরেন্টসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব দুর্জয় মোড় ও ভৈরব বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।

অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মিষ্টির প্যাকেটে ওজন বেশি থাকা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে সরদার হোটেল কে ৫০ হাজার টাকা ও হোটেল আল আজিজিয়া কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া নকল শিশু খাদ্য বিক্রি করায় গণি স্টোরকে ২০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও খাদ্যে মেয়াদ ঠিক না থাকায় আব্দুল্লাহ মসলার দোকানকে ২০ হাজার  টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পৌর স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম ও ভৈরব থানা পুলিশের সদস্যরা সাথে ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, স্বাস্থ্যবিধি অমান্য, ওজনে কম দেয়াসহ নানা অসংগতির কারণে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর