কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


চাকুরী জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মানববন্ধন স্মারকলিপি

 স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ৯:০৭ | বিশেষ সংবাদ 


স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান ও যুগ্মমহাসচিব মো. আবুল হাসেম।

কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে বিপুল সংখ্যক গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে স্বউদ্যোগে চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। আদেশটি পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়।

জাতির পিতার সেই আদেশমূলে জারীকৃত গ্রাম পুলিশ বাহিনীর চাকুরি জাতীয়করণের পরিপত্রটি আজ অবধি বাস্তবায়িত হয়নি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর