কিশোরগঞ্জে তাড়াইলে মো. আব্দুল কাইয়ুম (৪০) ও জহিরুল ইসলাম রাব্বি (৩২) নামে দুইজনকে ইয়াবা ও গাঁজাসহ আটকের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাড়াইলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিসান আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল কাইয়ুমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জহিরুল ইসলাম রাব্বিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
দণ্ডিত দুইজনের মধ্যে মো. আব্দুল কাইয়ুম তাড়াইল উপজেলার কোলিগাতি গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে এবং জহিরুল ইসলাম রাব্বি উপজেলার মজলিশপুর গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাড়াইল উপজেলার কোলিগাতি গ্রামে আব্দুল কাইয়ুমের বাড়িতে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মো. আব্দুল কাইয়ুম ও জহিরুল ইসলাম রাব্বিকে আটক করা হয়। এ সময় কাইয়ুমের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও রাব্বির কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে এসআই মো. ওবায়দুল্লাহ খান প্রসিকিউশন দায়ের করলে মোবাইল কোর্ট আইনে আব্দুল কাইয়ুমকে তিন মাসের ও জহিরুল ইসলাম রাব্বিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়কে পাঁচশ’ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিসান আলী।