জীবনমান উন্নয়নে অনুদান পেলেন হাওরের ৬০০ প্রতিবন্ধী ও বিধবা

স্টাফ রিপোর্টার | এক্সক্লুসিভ
আগস্ট ১৮, ২০২৫
জীবনমান উন্নয়নে অনুদান পেলেন হাওরের ৬০০ প্রতিবন্ধী ও বিধবা

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের ৬০০ জন প্রতিবন্ধী ও বিধবার জীবনমান উন্নয়নে এককালীন অনুদান দেয়া হয়েছে। ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের প্রোডাক্টিভ ইকোনোমিক ইনক্লুশন (পিইআই) পাইলট সার্ভিস কর্মসূচির আওতায় ৬০০ জন প্রতিবন্ধী ও বিধবার প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে এ অনুদান দেয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিটিএম প্রকল্প-পিইআই পাইলট সার্ভিস কর্মসূচির কার্যক্রম সম্পর্কে জেলা পর্যায়ে অবহিতকরণ ও এককালীন অনুদান চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার ও সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন সিটিএম প্রকল্প-পিইআই পাইলট সার্ভিস- রিক টীম লিডার এম এ রব পাটওয়ারী।

এতে জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাওর অঞ্চলের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য ৩৫৯ জন প্রতিবন্ধী ও ৮১২ বিধবা নারীসহ মোট ১১৭১ জনের মধ্যে ৬০০ জনকে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে এসব মানুষদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে হাওরে ৫ দিনের কর্মশালা শেষে তাদেরকে এ অনুদান দেওয়া হয়েছে।

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর

সর্বশেষ