কিশোরগঞ্জে শোক ও শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কিশোরঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মহিষবেড় গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
শহীদ সোহেল রানার মা নূরজাহান বেগমকে সাথে নিয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান জেলা প্রশাসনের পক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ এবং জেলার বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সোহেল রানার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।
এছাড়া জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরীর নেতৃত্বে গণঅধিকার নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইকরাম হোসেন ও সাবেক জেলা সদস্য সচিব ফয়সাল প্রিন্সের নেতৃত্বে এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মো. সোহেল রানার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া কর্মসূচিতে অংশ নেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে আনন্দ মিছিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।