কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের উত্তর গোপদিঘী মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে উত্তর গোপদিঘী ঈদগাহ মাঠে এক মনোরম পরিবেশে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে এককোষা ফুটবল টিম এবং বজকপুর ফুটবল টিম প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ২-০ গোলে বজকপুর ফুটবল টিম এককোষা ফুটবল টিমকে পরাজিত করে।
জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হারুন, উত্তর গোপদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হেলাল উদ্দিন আনসারী অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল উপভোগ করেন।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন নাজমুল হক। ম্যাচের ধারা বর্ণনায় ছিলেন খলিলুর রহমান খোকন ও মিনহাজুর রহমান।
শ্রাবণের পড়ন্ত বিকেলে হাজার হাজার দর্শক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সজল বলেন, নিয়মিত ফুটবল চর্চার মাধ্যমে ফুটবলের মান উন্নয়ন এবং অগণিত দর্শকদের বিনোদনের খোরাক যোগানো হয়।
ভবিষ্যতে মিনি ফুটবলের পরিবর্তে বড় মাঠে ফুটবল প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দেন তিনি।
টুর্নামেন্টের অর্থায়নে ছিলেন ব্যাংক এশিয়া এবং জিকু ভুঁইয়া।