কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. একরাম আহসান জুয়েলের মা হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাত সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রত্নগর্ভা হোসনে আরা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে। তাঁর ছোট ছেলে ডা. এরশাদ আহসান সোহেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউ (সাবেক পিজি) এর সহকারী প্রক্টর। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
গত সোমবার (২৮ জুলাই) অসুস্থ হয়ে পড়লে হোসনে আরা বেগমকে বিএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ জোহর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের হাজী বাড়ি মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
হোসনে আরা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, সেক্রেটারি ডা. এস কে এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. মীর সাদ সৈকতসহ ড্যাবের অন্যান্য নেতারা এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ ক্লাবের সদস্যরা।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।