কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যৃ হয়েছে। তাদের নাম সাইফা আক্তার (৭) ও মাইমুনা আক্তার (৭)। তারা দুজনই শিশু শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গুনধর ইউনিয়ন দক্ষিণ আশতকা গ্রাম সংলগ্ন নরসুন্দা নদীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর এ ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে সাইফা আক্তার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা মো. এখলাছ মিয়ার মেয়ে এবং মাইমুনা আক্তার একই গ্রামের রতন মিয়ার মেয়ে।
তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিলো। তাদের কেউই সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবার।
সাইফা আক্তারের চাচা আলাল মিয়া জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশে নরসুন্দা নদীতে গোসল করতে যান তিনি। এ সময় সাইফার মা নাজমা আক্তার তাকে বলেন, সাইফার গোসল করার মগটি এখানে পড়ে আছে কিন্তু তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
এ কথা শুনে নদীতে ডুবাতে থাকেন আলাল মিয়া। এক পর্যায়ে সাইফা ও মাইমুনাকে জড়াজড়ি অবস্থায় উদ্ধার করেন আলাল।
পরে তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুব মুর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল তৈরি করে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।