দেশের সর্ববৃহৎ ও উপমহাদেশের সুপ্রাচীন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ এক বিবৃতিতে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমানের মার্মন্তিক দুর্ঘটনায় শিশুসহ অসংখ্য মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিতে ইমাম বলেন, পবিত্র মহররম মাসে আকস্মিক এই বিমান দুর্ঘটনা বাংলাদেশের সকল মানুষের জন্য বেদনাদায়ক মুহুর্ত। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শাহাদাতের মর্যাদা আশা করতে পারি। দুঘর্টনায় যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য সুস্থতা কামনা করি।
এ ঘটনা প্রমাণ করে আমরা যত উন্নত বাহনে চলাচল করি কিংবা উন্নতা স্থানে অবস্থান করি না কেন আমাদের কেউই আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত তাকদিরের (ভাল-মন্দের বেস্টনির) বাহিরে নই।
বিবৃতিতে ইমাম মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার এবং আহতদের সুস্থতার জন্য দলমত বর্ণ নির্বিশেষে দেশবাসীকে আন্তরিকভাবে দোয়া করার জন্য আহবান জানান।
একই সাথে উদ্ধার কাজে নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।