কিশোরগঞ্জের ইটনায় ধানের খলায় খড় শুকানোর কাজ করতে গিয়ে বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। শুক্রবার (১৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়াহাটি গ্রামে বজ্রপাতে এই প্রাণহানির ঘটনাটি ঘটে।
কৃষক নিরোধ দাস দৈলং নয়াহাটি গ্রামের মৃত বিঞ্চু দয়াল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে বাড়ির সামনে নিজেদের ধানের খলায় খড় শুকানোর কাজ করছিলেন নিরোধ দান।
এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। নিরোধ দাস দৌড়ে বাড়ির দিকে রওয়ানা হলে পথেই বজ্রাঘাতে তিনি মারা যান।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বজ্রপাতে কৃষক নিরোধ দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।