মাটির পরিবর্তে বালি দিয়ে কাজ করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ইটনা প্রতিনিধি | ইটনা
মে ১১, ২০২৫
মাটির পরিবর্তে বালি দিয়ে কাজ করার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের ইটনায় মিনি ফুটবল স্টেডিয়ামের নির্মাণ কাজে নির্ধারিত মাটির পরিবর্তে বালি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে স্টেডিয়ামের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইটনার সকল স্তরের জনগণের ব্যানারে করা মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াবিদ, তরুণ, যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

তাদের অভিযোগ, মাঠ তৈরির পরিকল্পনায় মাটি ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা উপেক্ষা করে বালি দিয়ে কাজ করছে। এতে মাঠটির স্থায়িত্ব ও খেলার উপযোগিতা নিয়ে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা বলেন, এটা শুধু একটি মাঠ নয়, এটি আমাদের ভবিষ্যৎ। বালি দিয়ে তৈরি হলে কিছুদিন পরেই এটি খেলার অনুপযুক্ত হয়ে পড়বে।

পায়েল ইসলাম বলেন, নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত প্রকল্পের পূর্ণ তদন্ত এবং সঠিক উপকরণ ব্যবহারের দাবি জানাই।

মাইনুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আরও বড় কর্মসূচিতে যাবো।

এ ব্যাপারে ইটনা উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।