ছেলেকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন মা, ছেলেও গুরুতর

স্টাফ রিপোর্টার | কুলিয়ারচর
মে ১২, ২০২৫
ছেলেকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন মা, ছেলেও গুরুতর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আম পাড়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মমতাজ বেগম (৬০) নামে এক মা প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হয়েছেন।

এছাড়া তার ছেলে মো. জিল্লুর রহমান (৪০) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ মে) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত মমতাজ বেগম উত্তর লক্ষীপুর নজরবাড়ি'র মৃত মতিউর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কালু মিয়া ও মৃত মতিউর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এ রকম পরিস্থিতিতে গাছ থেকে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে কালু মিয়া ও তার ছেলে তানভীরের সাথে মৃত মতিউর রহমানের ছেলে জিল্লুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।

এ সময় ছেলেকে বাঁচাতে মা মমতাজ বেগম ঘটনাস্থলে ছুটে যান। তখন প্রতিপক্ষের লাঠির আঘাতে মমতাজ বেগম ও তার ছেলে জিল্লুর রহমান গুরুতর আহত হয়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উভয়কে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য জিল্লুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।