কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আল্লাহ ও রাসুল (স.) কে নিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
পরে শুক্রবার (২ মে) দুপুরে ওই যুবককে ধর্মীয় অবমাননার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জের আদালত প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মুস্তফা (৩৯)। সে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের মো. নায়েব আলীর ছেলে।
জানা যায়, গত ২৮ এপ্রিল রাতে মোস্তফা তার নিজ নামের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে। সেখানে তাকে আল্লাহ ও রাসুল (স.)কে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে শোনা যায়।
ভিডিওটি বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, স্থানীয় আলেম ওয়ালামাগণ কুলিয়ারচর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে মোস্তফার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় উপজেলার বড়চারা গ্রামের মৃত আমির হোসের ছেলে মো. জসিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২ মে) কুলিয়ারচর থানায় মামলা দায়ের (নং- ২) করেন। মামলায় কটূক্তিমূলক আচরণ করে ধর্মীয় অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।
মামলার বাদী জসিম উদ্দিন ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে ক্ষমার অযোগ্য কথাবার্তা বলেছে। তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
তবে স্থানীয় এলাকাবাসীর দাবি গ্রেপ্তারকৃত মোস্তফা কিছুটা মানসিক বিকারগ্রস্ত।
গ্রেপ্তারকৃত যুবক মোস্তফা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় জানায়, ১৪ বছর আগে সে সৌদি আরবে কাজ করতে যায়। সেখানে সে টয়লেট ক্লিনারের কাজ করতো। সেই কাজের প্রায় ৪ লাখ টাকা মেরে দেয় মালিক পক্ষ। আজ পর্যন্ত সে টাকা তাকে দেওয়া হয়নি। সেই রাগে সে ফেসবুক লাইভ করেছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার পূর্বক কিশোরগঞ্জের আদালতে প্রেরণ করা হয়।