তাড়াইলে গণঅধিকার পরিষদের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি

স্টাফ রিপোর্টার | তাড়াইল
মে ১২, ২০২৫
তাড়াইলে গণঅধিকার পরিষদের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি

ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার শপথে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখায় নতুন সদস্য সংগ্রহ করছে গণঅধিকার পরিষদ। রবিবার (১১ মে) থেকে তিনদিনের এই কর্মসূচি শুরু করেছে দলটি।

উপজেলা সদরের মাদ্রাসা মার্কেটের সামনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।

কর্মসূচি চলাকালে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হযরত আলী অভি চৌধুরী, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।

এছাড়া গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাবেক সদস্য সচিব এবং উপকমিটি সদস্য জাকিরুল ইসলাম বাকি, গণঅধিকার অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার উপকমিটি সদস্য ইঞ্জিনিয়ার এমদাদুল হক শামীম, যুব অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাহফুজ হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রবিন, সহ-সভাপতি ইকবাল, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাসেল, যুব অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শিপন লালা, ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জারির আহমেদ প্রমুখ সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিচ্ছেন।