তাড়াইলে কলাগাছ নিয়ে বিরোধে প্রাণ গেলো একজনের

তাড়াইল প্রতিনিধি | তাড়াইল
মে ১২, ২০২৫
তাড়াইলে কলাগাছ নিয়ে বিরোধে প্রাণ গেলো একজনের

কিশোরগঞ্জের তাড়াইলে কলাগাছ নিয়ে বিরোধে মারামারি থামাতে গিয়ে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান দিগদাইড় গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। এ ঘটনায় আসমা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসমা আক্তার একই গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিগদাইড় গ্রামের এনায়েতুল্লাহর সঙ্গে হাবিবুর রহমানের কলাগাছ নিয়ে বিরোধ চলে আসছিল। এনায়েতুল্লাহ ও হাবিবুর উভয়ে একই পরিবারের। এনায়েতুল্লাহর বাবার নাম নূরুল ইসলাম আর হাবিবুর রহমানের বাবার নাম হারেছ মিয়া।

শনিবার (১০ মে) বিকালে দিগদাইড় বাজারের রাস্তায় তারা কলাগাছ নিয়ে বিরোধের জেরে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় ফজলুর রহমান এগিয়ে গিয়ে মারামারি থামিয়ে তাদেরকে বাড়ি নিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় হাবিবুর রহমানের মা আসমা আক্তারসহ পরিবারের লোকজন ফজলুর রহমানকে মারপিট করলে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।