কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৪ তম শাখা হিসেবে হোসেনপুর শাখা হোসেনপুর বাজারের সবজিমহালের আসাদ কমপ্লেক্স ভবনে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী শাখাটি উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন প্রধান বশির আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং মো. ওমর ফারুক খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর অপারেশন উইং মুহাম্মদ কায়সার আলী, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং মুহাম্মদ মুনিরুল মওলা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ডেভেলপমেন্ট উইং মো. মোশারফ হোসাইন।
পরে স্থানীয়ভাবে হোসেনপুর শাখার উদ্যোগে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এমএ হালিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে বশির আহাম্মদ বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ সেবার কারণে গ্রাহকদের আস্থা অর্জন করে এখন ব্যাংকিং সেক্টরে এক নম্বর স্থানে অবস্থান করেছে। হোসেনপুর শাখাও এখানে গ্রাহক সেবার মাধ্যমে এখানকার অর্থনৈতিক কার্যক্রম উন্নয়নে অনন্য নজির সৃষ্টি করবে।