কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২০, সোমবার, ৪:০২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কাঞ্চন মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে ভর্তি হওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কাঞ্চন মিয়া জেলার হোসেনপুর উপজেলার রামপুর বাজার এলাকার মৃত উমর ফারুকের ছেলে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কাঞ্চন মিয়াকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

দুপুর ১২টার দিকে খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে সেখানে ভর্তি করা হয়। এ সময় তার তীব্র শ্বাসকষ্ট ছিল। এছাড়া তার হার্টের সমস্যা ও ডায়াবেটিস ছিল।

চিকিৎসকগণ প্রাণান্ত চেষ্টা করেছেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর