কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত, পরিবারে কান্না

 স্টাফ রিপোর্টার | ১১ নভেম্বর ২০১৯, সোমবার, ৮:০০ | প্রবাস 


সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের জিজান এলাকায় দুটি ট্রাক মুখোমুখি হলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জীবন মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া পূর্বপাড়া নাজেমী মাদ্রাসা সংলগ্ন বাড়ির আব্দুস সাহিদ এর ছেলে এবং এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ছোটনের বড় ভাই।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জীবন মিয়ার নিহত হওয়ার খবরে পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্র জানায়, জীবন মিয়া বিবাহিত। বাড়িতে তার স্ত্রী লাভলী আক্তার (২৮) এবং নুসাইবা নামে পাঁচ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

২০১৫ সালে জীবন সৌদি আরবে যান। সর্বশেষ বছরখানেক আগে তিনি দেশের বাড়িতে এসে ছুটি কাটিয়ে আবার গত জানুয়ারি মাসে সৌদি আরবে যান। সৌদি আরবে জীবন সিটি কর্পোরেশন এর পরিচ্ছন্ন কর্মীর (বলদীয়া) কাজ করতেন।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে সৌদি আরবের জিজান এলাকায় দুটি ট্রাক মুখোমুখি দুর্ঘটনায় জীবন মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো একজন গুরুতর আহত হন।

সড়ক দুর্ঘটনায় জীবন মিয়ার নিহত হওয়ার খবরটি পাকুন্দিয়ার গ্রামের বাড়িতে পৌঁছার পর থেকেই পরিবারটিতে চলছে মাতম। বাবা আব্দুস সাহিদ, স্ত্রী লাভলী আক্তার আর স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার পরিবেশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর