কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৈয়দ নজরুল ইসলামের শাহাদাত বার্ষিকীতে কিশোরগঞ্জে শোক র‌্যালি

 স্টাফ রিপোর্টার | ৩ নভেম্বর ২০১৯, রবিবার, ৭:১০ | বিশেষ সংবাদ 


বর্বর জেল হত্যায় শহীদ জাতীয় চার নেতার অন্যতম কিশোরগঞ্জের কৃতী সন্তান মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৩ নভেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া বিশাল শোক র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোক র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, নারীনেত্রী বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এছাড়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোক র‌্যালি করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর