কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 স্টাফ রিপোর্টার | ৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউণ্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসউদ (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকার একটি ফার্নিচারের দোকানে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ব্লক রেইড দিয়ে তাকে আটক করেন।

আটক হওয়া আব্দুল্লাহ আল মাসউদ কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার একেএম শামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। রেলস্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচার নামে তার একটি ফার্নিচারের দোকান রয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রেলস্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচারে তারা ব্লক রেইড পরিচালনা করেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউণ্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসউদকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও এম শোভন খান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর