কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মদনের হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ

 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা | ২৬ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:৫৩ | সারাদেশ 


নেত্রকোনা জেলার মদন উপজেলার উচিতপুর ঘাটে বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়ে গোসলে নেমে হৃদয় মিয়া (১৪) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে হাওরের পানিতে গোসল করতে নেমে সে তলিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান মিলেনি।

নিখোঁজ হৃদয় মিয়া নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের মৌজেবালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে ও আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মদন থানার এএসআই মো. সোহরাব হোসেন স্থানীয় লোকজন ও সহপাঠীদের বরাত দিয়ে জানান, হৃদয় তার বন্ধুদের নিয়ে শুক্রবার (২৬ জুলাই) দুপুরে একটি পিক-আপ ভ্যানে চড়ে উচিতপুর ঘাটে বেড়াতে যায়। এক পর্যায়ে তারা উচিতপুর ঘাটের হাওরের পানিতে গোসল করতে নামে।

এ সময় হাওরে প্রবল বাতাসের কারণে বড় বড় টেউ উঠছিল। সবাই গোসল করে তীরে উঠলেও হৃদয় পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

সহপাঠীরা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে সহযোগিতা কামনা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে জাল ফেলে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে মদন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।

পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর ডুবুরি দলকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়েও নিখোঁজ হৃদয়ের কোনো সন্ধান পায়নি।

খালিয়াজুড়িতে জলমহালের পাহারাদার পানিতে পড়ে নিখোঁজ: খালিয়াজুরী উপজেলার লড়িকান কাঠি জলমহালে পানিতে পড়ে গিয়ে আলী আহম্মদ (৫৫) নামে জলমহালের এক পাহারাদার নিখোঁজ হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বল্লী গ্রামের আলী আহমদ অন্যান্য পাহারাদারদের নিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে লড়িকান কাঠি জলমহাল পাহারা দেয়ার সময় অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে যায়।

ব্যাপক অনুসন্ধান চালিয়েও শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আলী আহমদের কোন সন্ধান পাওয়া যায়নি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর