কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আল জামিয়াতুল-ইমদাদিয়ায় আইসিটি বিভাগ উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৩ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৬:৫১ | তথ্য প্রযুক্তি 


কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার আইসিটি বিভাগ উদ্বোধন করা হয়েছে। মাদরাসা সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এই আইসিটি বিভাগের উদ্বোধন করেন।

মাদরাসার দ্বিতল ভবনে আইসিটি বিভাগ উদ্বোধনের সময় আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমাদ রশিদ, মাদরাসা কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুল কবির, দৈনিক আজকের দেশ সম্পাদক আলহাজ্ব কাজী শাহীন খান, ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এসিসট্যান্ট প্রফেসর নজরুল ইসলাম, হাফেজ রাশিদ আহমদ, অ্যাডভোকেট আবুল কাশেম, মাজহারুল ইসলাম কিরন, সুগন্ধা ডিপার্টমেন্টাল পরিবারের এমডি এরশাদ উল্লাহ, মাদরাসার প্রধান মুফতী ওমর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী আইসিটি বিভাগের জন্য মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর হাতে ৫টি কম্পিউটার তুলে দেন। এছাড়া মাদরাসার জন্য পরবর্তিতে আরো ৫টি কম্পিউটার দেয়ার আশ্বাস দেন।

আইসিটি ভবন উদ্বোধনের আগে মাদরাসার মেহমান খানায় মাদরাসার সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর