কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইন ও অষ্টগ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ট্রাক র‌্যালি অনুষ্ঠিত

 মিঠামইন সংবাদদাতা | ২২ মার্চ ২০২২, মঙ্গলবার, ১১:১০ | বিশেষ সংবাদ 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৫০টি পতাকা সম্বলিত সুসজ্জিত ৫টি ট্রাকে বীর মুক্তিযোদ্ধারা, দুইটি পুলিশ ভ্যান ও একটি এম্বুল্যান্স, ফায়ার সার্ভিসের টিমসহ র‌্যালি নিয়ে মিঠামইন ও অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ট্রাক র‌্যালিটি সড়ক পথে প্রথমে অষ্টগ্রামে যায়। সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ বীর মুক্তিযোদ্ধাদের বরণ করেন।

পরে অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকালে সুসজ্জিত ট্রাক র‌্যালিটি অষ্টগ্রাম থেকে মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

সন্ধ্যায় র‌্যালিটি মিঠামইন ক্লাব প্রাঙ্গণে পৌঁছার পর স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররা বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন।

পরে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সিদ্দিক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈজ্ঞব প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর