কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নূর আলম গন্ধী পেলেন অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার-২০২১

 স্টাফ রিপোর্টার | ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১০:৫৭ | সাহিত্য 


চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অক্ষরবৃত্তের ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২১’ পেয়েছেন শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক নূর আলম গন্ধী। অক্ষরবৃত্ত এ বছর মোট ৮টি ক্যাটাগরিতে লেখকদের এই পুরস্কার প্রদান করে।

নূর আলম গন্ধী (বিবিধ ক্যাটাগরি) প্রকৃতিতে ‘শত ফুলের কথা’ নামক প্রবন্ধের পাণ্ডুলিপির জন্যে পুরস্কার বিজয়ী হয়েছেন।

অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্বাধিকারী ও প্রকাশক আনিসুল ইসলাম সুজন বলেন, মৌলিক সাহিত্যকর্ম তুলে আনার লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

১০টি ক্যাটাগরিতে সারাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার পাণ্ডুলিপি জমা পড়ে। দেশের খ্যাতিমান সাহিত্যিকগণ নিজ নিজ শাখায় বিচারকের দায়িত্বে ছিলেন।

কয়েক ধাপে বাছাই শেষে ৮টি পাণ্ডুলিপি পুরস্কারের জন্যে নির্বাচন করা হয়। পুরস্কার পাওয়া পাণ্ডুলিপি বই আকারে আগামী ২০২২ খ্রিস্টাব্দের অমর একুশে বইমেলায় প্রকাশ করা হবে।

এছাড়া বিজয়ী লেখককে ক্রেস্ট, সনদ, প্রশংসাপত্র ও লেখক কপি হিসেবে ১৫ হাজার টাকা মূল্যের মুদ্রিত বই প্রদান করা হবে।

পুরস্কারপ্রাপ্ত লেখক নূর আলম গন্ধী বলেন, প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার টানে দীর্ঘদিন ধরে প্রকৃতি নিয়ে লেখালেখি করছি। ‘শত ফুলের কথা’ নামক এ পাণ্ডুলিপিটি তারই অংশ।

এ পুরস্কার পাওয়ার মাধ্যমে লেখালেখিতে আরো বেশি অনুপ্রেরণা যোগ হলো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর