কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রসুনের ভেতরে লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার, আটক ১

 স্টাফ রিপোর্টার | ১২ নভেম্বর ২০২১, শুক্রবার, ৬:১৭ | অপরাধ 


রসুনের ভেতরে লুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শরীফ আহম্মেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসুদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৬টি রসুনের ভেতরে লুকিয়ে রাখা ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী শরীফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, শরীফ আহম্মেদ একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখকে ফাঁকি দিতে সে বাজারের ব্যাগে রসুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে রেখেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ নভেম্বর) ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসুদিয়া গ্রামে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে বাজারের ব্যাগসহ মাদক ব্যবসায়ী শরীফ আহম্মেদকে আটক করে। এ সময় বাজারের ব্যাগে তল্লাসি চালিয়ে ৬টি রসুন পাওয়া যায়। রসুনগুলো খুলে ভেতরে লুকিয়ে রাখা ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

মাদক ব্যবসায়ী শরীফ আহম্মেদকে এর আগে গত ২ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম ৬৪০ পিস ইয়াবাসহ আটক করেছিল।

ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং সে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।

শুক্রবার (১২ নভেম্বর) তাকে ১৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর