কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এডভোকেট বিকাশ মজুমদার স্মারক গ্রন্থে লেখা আহ্বান

 স্টাফ রিপোর্টার | ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার, ২:৩৭ | রকমারি 


কিশোরগঞ্জের বাম, গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী, সামাজিক-মানবিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী নেতা, সদ্য-প্রয়াত এডভোকেট বিকাশ মজুমদারের জীবন, কর্ম ও কীর্তির ঐতিহাসিক বিবরণ তুলে ধরতে একটি স্মারক গ্রন্থ প্রকাশের কাজ চলছে।

প্রয়াত জননেতার পরিবার, পরিজন, সহকর্মী, সুহৃদ ও সুধীজনের স্মৃতিচারণ ও মূল্যায়নের ভিত্তিতে স্মারক গ্রন্থে তাঁর জীবনালেখ্য উপস্থাপনের পাশাপাশি কিশোরগঞ্জের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক গতিধারায় তাঁর অবদান ও অংশগ্রহণের গৌরবময় অধ্যায় আলোচিত হবে।

বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত জনপদ কিশোরগঞ্জের সমকালীন কাঠামোতে বরেণ্য ব্যক্তিত্ব এডভোকেট বিকাশ মজুমদারের কর্ম ও কৃতিত্বের ভিত্তিতে স্থানীয় ইতিহাসের স্বর্ণালী দিনগুলোকেও অক্ষয় করে রাখা হবে স্মারক গ্রন্থের মাধ্যমে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে এডভোকেট বিকাশ মজুমদার স্মারক গ্রন্থের জন্য লেখা আহ্বান করা হয়েছে।

মধ্য নভেম্বরের মধ্যে লেখা পাঠানো যাবে নিম্নোক্ত ইমেইলে: moury.aditi@gmail.com

এবং arundhutimozumder@gmail.com


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর