কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ৩৬ কেজি গাঁজা, নগদ টাকা ও পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৯ অক্টোবর ২০২১, শনিবার, ৮:০৪ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার টাকা ও একটি পিকআপসহ মো. সেলিম মিয়া (৩৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

শনিবার (৯ অক্টোবর) সকালে ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. সেলিম মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সাদুরবাজার গ্রামের মৃত আফজাল শরীফের ছেলে।

র‌্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৩৬ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার টাকা ও একটি পিকআপসহ মাদক ব্যবসায়ী মো. সেলিম মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর