কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা নূর মোহাম্মদ আজমী গ্রেপ্তার

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ৯ আগস্ট ২০২১, সোমবার, ২:০৬ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, কিরাটন ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক ও জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা নূর মোহাম্মদ আজমী (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ আগস্ট) বিকালে আটকের পর এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ সোমবার (৯ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

ছাত্র বলাৎকারের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাওলানা নূর মোহাম্মদ আজমী উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।

সুকন্ঠের অধিকারী ইসলামি বক্তা মাওলানা আজমীর বিরুদ্ধে এর আগেও অনুরূপ অভিযোগ শোনা গেছে।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার নিকট একজন মাদরাসা ছাত্রের অভিভাবক অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ বিষয়টি তদন্ত করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাওলানা আজমী শিশুটিকে (১২) পাশবিক নির্যাতন করলে সে তার বাবার নিকট ঘটনা খুলে বলে।

শিশুটি উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড়ে প্রতিষ্ঠিত মাওলানা আজমী ও তার জামাতা খালেদ সাইফুল্লাহর পরিচালিত জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে নাজেরা বিভাগে পড়তো।

করিমগঞ্জ থানা পুলিশ রোববার (৮ আগস্ট) বিকালে মাওলানা নূর মোহাম্মদ আজমীকে আটক করে থানা হেফাজতে নেয়।

রোববার (৮ আগস্ট) রাতে এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচদিনের রিমান্ড আবেদনসহ মাওলানা নূর মোহাম্মদ আজমীকে সোমবার (৯ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর