কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মাছের সঙ্গে শত্রুতা!

 স্টাফ রিপোর্টার | ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ৪:৫৩ | কিশোরগঞ্জ সদর 


মাছের সঙ্গে শত্রুতা! বিষয়টি যেন এমনই। কিশোরগঞ্জ সদরের মাইজখাপন ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. রতন এর একটি পুকুরে রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠলে বাকরুদ্ধ হয়ে পড়েন পুকুরের মালিক রতন।

এ ব্যাপারে তিনি কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, বুধবার (৪ আগস্ট) রাত অনুমান ১০টা থেকে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৭টার মধ্যে যে কোন সময় দুস্কৃতিকারীরা রতনের পুকুরে বিষ প্রয়োগ করে।

এতে রুই, কাতলা, কার্পো, বাউস, সিলভার ও গ্রাসর্কাপসহ দেশীয় প্রজাতির প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মাছ মরে পুকুরে ভেসে উঠে।

পুকুরের মাছ মরে ভেসে উঠার কথা জানাজানি হলে আশপাশের লোকজন গিয়ে কিছু মাছ উঠিয়ে গন্ধ শুঁকে নিশ্চিত হন যে, বিষ প্রয়োগে ওই মাছগুলোকে মেরে ফেলা হয়েছে।

পুকুরের মালিক মো. রতন অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে তার পুকুরের মাছ তার কাছের লোকজনই বিষ প্রয়োগে মেরে ফেলেছে।

তিনি বলেন, আমাকে ঘায়েল করতে না পেরে মাছের শত্রুতা! আমি এর বিচার চাই।

এ অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ মডেল থানার এসআই হাসান আলী সরেজমিনে তদন্ত শেষে জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এতো টাকার মাছ মারা যায়নি।

শীঘ্রই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর