কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দরজার ফ্রেমের ভেতর ১৮৫ কেজি গাঁজা, আটক ২

 আফসার হোসেন তূর্জা, ভৈরব | ৪ আগস্ট ২০২১, বুধবার, ৫:৩৪ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভেতরে ২১৬টি প্যাকেটে ১৮৫ কেজি গাঁজা রেখে পিকআপ ভ্যানে করে পাচারকালে মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকায় পিকআপ ভ্যানটিতে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ এসব গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে পিকআপের চালক মো. সোহাগ হবিগঞ্জের লাখাই গ্রামের আলতাফ মিয়ার ছেলে ও হেলপার মো. নজরুল ইসলাম একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

তারা অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভেতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ জেলার লাখাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, একটি মাদক পাচারকারী বড় সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন পরিবহনে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে যাচ্ছে।

এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

পিকআপ ভ্যানে দরজার ফ্রেমের ভেতর গাঁজা রেখে তারা ঢাকা যাচ্ছিল। এসময় পিকআপটি তল্লাসি করলে ১২টি দরজার ফ্রেমের ভেতর ২১৬টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। যার ওজন ১৮৫ কেজি।

পরে চালক ও হেলপারকে আটক করা হয় ও পিকআপসহ গাঁজাগুলো জব্দ করা হয়।

মাদক পাচারকারীদের ধরতে র‌্যাব সবসময় সতর্ক রয়েছে জানিয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ঘটনায় ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর