কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদানের এডভোকেসী সভা

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২ আগস্ট ২০২১, সোমবার, ৫:৩৯ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উপলক্ষে উপজেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিতত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, পৌরসভার মেয়র মো.আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ সভায় অংশ নেন।

এসময় উপজেলার বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৭ আগস্ট থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শুরু হতে যাওয়া টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর