কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে ঈদুল আজহা উপলক্ষে ইমামদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২০ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:৩২ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যে সরকারি বিধিনিষেধ মেনে সুষ্ঠু ভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ জামায়াতের সাথে আদায় ও স্বাস্থ্যবিধি মেনে কুরবানি করা সম্পর্কে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাঁহ মাঠের ইমামগণ অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবদুল কাইয়ুম খান, কুলিয়ারচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার লুৎফর রহমান সহ উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় করোনাকালী সময়ে করোনা থেকে নিজেকে, নিজের পরিবার, সমাজ ও দেশকে সুরক্ষা দিতে স্বাস্থ্যবিধিসহ সরকারি বিধিনিষেধ মেনে ঈদের জামায়াত আদায় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর