কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বিষপানে কৃষকের আত্মহত্যা

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ১২ জুলাই ২০২১, সোমবার, ৭:৫৩ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিষপান করে শফির উদ্দিন (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। রোববার (১১ জুলাই) রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষীপুর কাচারীপাড়ায় আত্মহত্যার এ ঘটনাটি ঘটে।

নিহত কৃষক শফির উদ্দিন লক্ষীপুর কাচারীপাড়ার মৃত কিতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শফির উদ্দিন নিজের বসতঘরে ছটফট করতে থাকলে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান, শফির উদ্দিনের মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে টক জাতীয় খাবার খাওয়ান।

পরে মধ্যরাতে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে ওয়াশ করে বিষ বের করেন।

এতে শফির উদ্দিন কিছুটা সুস্থ বোধ করলে রাতেই অটোযোগে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে উপজেলার লক্ষীপুর বাজারে পৌঁছার পর রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজনের দাবি, শফির উদ্দিন কৃষিকাজে জড়িত ছিলেন। তিনি মানসিক রোগী ছিলেন। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সবার অগোচরে অজ্ঞাত স্থানে বিষপান করে বাড়িতে এসেছিলেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর