কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৩ জুন ২০২১, বুধবার, ৮:৩২ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী।

বুধবার (২৩ জুন) কুলিয়ারচর উপজেলা সদরে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে মোট ৯শ’ টাকা তিনি জরিমানা করেছেন।

এছাড়া এ সময় করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীদের মাঝে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

কুলিয়ারচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর