কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২২ জুন ২০২১, মঙ্গলবার, ৭:৪৬ | পাকুন্দিয়া  


তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসরুম উপযোগী ডিজিটাল কন্টেন্ট নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষকদের ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) ল্যাবে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম।

এতে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক সুলতান আহমেদ ও মলিনা পারভিন।

এছাড়া প্রশিক্ষণার্থী হিসেবে প্রত্যাশামূলক বক্তব্য দেন প্রভাষক তরীকুল হাসান শাহিন ও সহকারী শিক্ষক মাহমুদা বিথী।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) আয়োজিত এ প্রশিক্ষণে পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করছেন।

আগামী ৮ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর