কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঐতিহ্য সংরক্ষণে অষ্টবর্গ শাহ্ পরিবার

 স্টাফ রিপোর্টার | ১৭ জুন ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৭ | কিশোরগঞ্জ সদর 


ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ শাহ্ পরিবার। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়ি ঐতিহাসিক আদলে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়ি নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের ভ্রাতুষ্পুত্র তারেক কামাল।

১৫ শতকে সূফী দরবেশ হযরত সাগড়া শাহ্ (র.) স্মৃতি বিজড়িত খরস্রোতা নরসুন্দা পাড়ের এই ঐতিহাসিক বাড়িটি তাঁর ১১ তম বংশধর অবৈতনিক আনসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শাহ্ মাহতাব আলী ১৯৭১ সনে দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের প্রথম আশ্রয় শিবির হিসেবে গড়ে তুলেন।

বর্তমানে শাহ্ পরিবারের নিজস্ব অর্থায়নে সরকারি রাস্তার সাথে বাড়িটির সংযোগ ১৬ ফিট প্রসস্থ রাস্তাসহ "ক্রিয়েটিভ এজ" কনস্ট্রাকশন'র তত্ত্বাবধানে ঐতিহাসিক আদলে দৃষ্টিনন্দন ও পর্যটন সমৃদ্ধ সংস্করণের প্রকৃয়া চলছে।

দেশের ইতিহাস ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণের এই শুভ কাজের সফল বাস্তবায়নের জন্য অষ্টবর্গ শাহ্ পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর