কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৭ ফুটবলে অষ্টগ্রাম ও করিমগঞ্জের ডাবল জয়

 স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০২১, বুধবার, ৭:৫৮ | খেলাধুলা 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বালক এবং বালিকা উভয় বিভাগে জয় পেয়েছে অষ্টগ্রাম এবং করিমগঞ্জ উপজেলা।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বুধবার (৯ জুন) সকালে বড় জয় পায় করিমগঞ্জ উপজেলা বালিকা দল। কুলিয়ারচর উপজেলাকে ৬-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে গত আসরের চ্যাম্পিয়নরা।

বালিকাদের জয়ের পর বালক বিভাগে ১-০ গোলে কুলিয়ারচর উপজেলাকে হারায় করিমগঞ্জ উপজেলা।

এদিকে বালক এবং বালিকাদের উভয় বিভাগে কষ্টার্জিত জয় পেয়েছে অষ্টগ্রাম উপজেলা। নিকলী উপজেলার বিপক্ষে দুটি গ্রুপেই পেনাল্টিতে জয় পেয়েছে তারা।

বালক বিভাগে ৩-০ এবং বালিকা বিভাগে ব্যবধান ছিলো ২-০ গোল।

দিনের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ভৈরব এবং পাকুন্দিয়া উপজেলা। গোলশুন্য ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় সাডেনডেথে।

ট্রাইব্রেকারেও ৪-৪ গোলে সমতা ছিলো। শেষ পর্যন্ত ৭-৬ গোলে জিতে টুর্নামেন্টে টিকে রইলো ভৈরব বালক দল।

বৃহস্পতিবার (১০ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে উপজেলার বিজয়ী দলগুলো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর