কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৬ জুন ২০২১, রবিবার, ১২:৫৩ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা প্রজাতির পোষা প্রাণির দিনব্যাপী এক আকর্ষণীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এর সভাপতিত্বে স্বাগত ব্যক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোহাম্মদ উসমান গনি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম শিকদার ও মোছা. রোকসানা আক্তার।

দেশি-বিদেশি হাঁস, মুরগী, খরগোশ, ছাগল, ভেড়া, গরু, ঘোড়া, কবুতর ও বিভিন্ন বিদেশি পাখিসহ নানা রকম পোষাপ্রাণি প্রদর্শনীতে স্থান পায়।

প্রদর্শনীতে ব্ল্যাক এন্ড হোয়াইট ড্যানিস এক জোড়া কবুতরের মূল্য লাখ টাকা। আকর্ষণীয় এ কবুতর দেখতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল প্রদর্শনী স্টলে।

এছাড়া হাঙ্গেরিয়ান হাউজ প্রিজন, ব্ল্যাক বিউটি, টাইগার বিউটি, প্রমানিয়াম পোটার, ময়ুরী, শেখর, ব্ল্যাক মেঘপাইসহ নানা রকম কবুতর দেখতে প্রদর্শনীর স্টলগুলোতে ভিড় লেগে থাকে।

অস্ট্রেলিয়ান ঘুঘু, বাজিগর পাখি, কালিম পাখি, ফাইটার মোরগ, চাইনা মোরগ, চায়না খরগোশ, ইন্ডিয়ান খরগোশ, দেশি খরগোশ, নেপালী গরু, হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস জাতের গরু স্টলগুলোকে আকর্ষণীয় করে তুলে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর