কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৫ জুন ২০২১, শনিবার, ৫:৩৭ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এর আগে রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ করেও কোন সুরাহা না হওয়ায় শনিবার (৫ জুন) এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার গোবিন্দপুরবাসীর ব্যানারে সকাল ১০টায় ঢাকা-নান্দাইল সড়কের গোবিন্দপুর বাজার এলাকায় স্থানীয়রা এ কর্মসূচি পালন করেছে।

বাসদ (মার্কসববাদী) কিশোরগঞ্জ জেলা নেতা আলাল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দিন ডিলার, ফরিদ উদ্দিন মাসুদ, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, ব্যবসায়ী মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ৬ বছর যাবত এ রাস্তাটি ভাঙ্গা-চোরা অবস্থায় রয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ রাজধানী ঢাকা, জেলা সদর ও উপজেলায় যাতায়াত করেন।

খানাখন্দের  কারণে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন অনেকেই। দুর্ঘটনার শিকার হয়ে এলাকার অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ পরিস্থিতিতে যারা দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের চিকিৎসার ক্ষতিপুরণ দাবি করে অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, প্রায় ১০কিলোমিটার রাস্তাটি খানা-খন্দের কারণে অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এ কারণে চলাচলের বাহনও নষ্ট হচ্ছে।

জানা যায়, হোসেনপুর-ঢাকা-নান্দাইল সড়কটি চার বছর আগে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেয়ে বার বার উধাও হয়ে যায়। স্থানীয় উপজেলা প্রকৌশল অধিদপ্তর বার বার চিঠি দিয়ে কাজ না করায় সম্প্রতি তা বাতিল করে তাদেরকে কালো তালিকাভুক্ত করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর