কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাখির জন্য কৃত্রিম আবাস নির্মাণে 'মানবিক মসূয়া'

 স্টাফ রিপোর্টার | ২২ মে ২০২১, শনিবার, ২:৫১ | কটিয়াদী 


সামাজিক সংগঠন "মানবিক মসূয়া' এর পক্ষ হতে পাখির কৃত্রিম বাসা মাটির কলস স্থাপন করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামের ঐতিহ্যবাহী অস্কার বিজয়ী বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক নিবাস থেকে পাখির নিরাপদ আবাসের জন্য গাছে কলস বাঁধা কার্যক্রম শুরু করা হয়।

শুক্রবার (২১ মে) বিকাল ৫টায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার রায় এবং মসূয়া ঈদগাহের ইমাম মাওলানা আবু জাফর সালেহ।

এছাড়া মানবিক মসূয়া সংগঠনের সদস্য মো. তরিকুল ইসলাম, কামরুল ইসলাম সোহাগ, শফিকুল ইসলাম সুমন, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন রুমান, প্রবাল কুমার ভৌমিক, আনিসুর রহমান, ইমরান হাসান, মোস্তাকিম হোসেন, জুবায়ের হোসাইন, ফারুক আহমেদ, হৃদয় চন্দ্র সূত্রধর, শফিক, মোখলেছ, আলী আকবর, জাকির, সুলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পাখির প্রতি ভালোবাসা এবং প্রকৃতির প্রতি দায়বোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর