কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ফিলিস্তিনের জনগণের ওপর হামলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২১, বুধবার, ৬:৪০ | কিশোরগঞ্জ সদর 


ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলী হামলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পাার্টির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে শহরের গৌরাঙ্গবাজারে রঙমহল চত্বরের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সিপিবির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

কর্মসূচি থেকে প্যালেস্টাইনের নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে ইসরাইলী হামলা ও নারী-শিশু হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়।

এ সময় বক্তৃতা করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হাশেম বিএসসি, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমি, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা কামাল নান্দু, শহর শাখার সম্পাদক এডভোকেট হাসান ইমাম রঞ্জু প্রমুখ।

বক্তারা ইসরাইলী ইহুদিদের বর্বর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রদর্শন করে অত্যাচার আর নিপীড়নের শিকার স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় বক্তারা গাজায় চলমান সংঘাত পুরো অঞ্চলকে ভুল পথে ধাবিত করছে উল্লেখ করে সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর